• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

সারা দেশ

বালিয়াডাঙ্গীতে কমরেড কম্পরাম সিংহ স্মৃতি কমপ্লেক্সে খাপড়া ওয়ার্ড শহীদ দিবস পালন আলোচনা সভা ও লাল পতাকা মিছিল

  • ''
  • প্রকাশিত ২৪ এপ্রিল ২০২৪

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

বালিয়াডাঙ্গীতে এই প্রথম কমরেড কম্পরাম সিংহ স্মৃতি কমপ্লেক্স খাপড়া ওয়ার্ড শহীদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

উপমহাদেশের প্রথম জেল হত্যাকাণ্ড‘খাপড়া ওয়ার্ড শহীদ দিবস’। এ উপলক্ষে আজ (২৪ এপ্রিল) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঠাকুরগাঁও জেলা কমিটির নানা কর্মসূচি হাতে নিয়েছে।

বালিয়াডাঙ্গীর পাড়িয়ার শালডাঙ্গা গ্রামে কমরেড কম্পরাম সিংহ স্মৃতি কমপ্লেক্সে আজ দুপুরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা সিপিবির সভাপতি ইয়াকুব আলী।

বালিয়াডাঙ্গী উপজেলা সিপিবির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড দবিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক এ্যাড.আবু সায়েম, সদর সিপিবির সভাপতি আনোয়ার চৌধুরী,ঠাকুরগাঁও ওয়ার্কাশ পার্টির সাধারণ সম্পাদক সুলতানুল নাইম শুভ,উদিচির সভাপতি সেতারা বেগম,সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু,সাধারণ সম্পাদক মসলিমউদ্দীন,বুধুরাম সিংহ প্রমুখ।

উল্লেখ্য যে,১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর তৎকালীন মুসলিম লীগের শাসকরা প্রথম আঘাত করেন এ দেশের কমিউনিস্ট ও বামপন্থী সমর্থক কৃষক, শ্রমিক এবং ছাত্র সমাজের ওপর। ১৯৪৮ থেকে ১৯৫০ সালের মধ্যে এই অঞ্চলে বেশ কয়েকটি রক্তক্ষয়ী কৃষক আন্দোলন সংঘটিত হয়। আন্দোলনের এক পর্যায়ে ১৯৫০ সালে ২৪ এপ্রিল রাজশাহী কারাগারের মধ্যে থাকা খাপড়া ওয়ার্ডে আটক কমিউনিস্ট ও বামপন্থী রাজবন্দীদের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। ওই ঘটনায় সাত জন নিহত এবং ৩২ জন গুলিবিদ্ধ হয়েছিল। সেই থেকে দিবসটি এই উপমহাদেশে ‘খাপড়া ওয়ার্ড হত্যা দিবস’ হিসেবে স্মরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads